চারান বিলটি টাংগাইল জেলার সব চেয়ে বড় বিল । এই বিলটি কালিহাতী উপজেলাধীন কোকডহরা ইউনিয়নে অবস্থিত । এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় । এই বিলের মাছ খুবই সু-স্বাদু । চারান বিলের মাছ ধরে প্রায় ১০ হাজার পরিবারের জিবীকা ধারণ করে আসছে । এই বিলটি প্রায় ২.৫ কি.মি লম্বা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস